ওয়ান ওয়ান মাল্টিমিডিয়া প্রযোজিত হাসিনুর রহমান পরিচালিত নতুন রোমান্টিক চলচ্চিত্র “বৃষ্টির চোখে জল” ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ২৬ শে আগষ্ট রোজ শুক্রবার এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র পেতে যাচ্ছে এক সুদর্শন ও প্রতিশ্রুতিশীল নবাগত নায়ক বিভান বিন বাদল।
নবাগত নায়ক বিভান বিন বাদলের দেশের বাড়ি বগুড়া এর আগে সে অনেকগুলো সট ফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে নিজের মেধার নমুনা দেখিয়েছেন।
এছাড়াও পরিচালক হাসিনুর রহমান এর আগে কাজের মেয়ে, বস্তির মেয়ে, বিলেতি এখন লন্ডনে একাধিক ছবির সহকারী পরিচালক এবং নাটকের প্রধান পরিচালক হিসেবে কাজ করে নিজের মেধার নমুনা দেখিয়েছেন।
নায়ক ও পরিচালকের আশা তাদের ছবি দর্শকের মন জয় করবে, ছবিটির নায়িকা চরিত্রে অভিনয় করবেন নবাগত নায়িকা “ছড়ামনি” এছাড়াও প্রধান ভিলেন হিসেবে কাজ করবেন আলোচিত ভিলেন শাহাদৎ হোসেন। আগামী ২৬ শে আগষ্ট “বৃষ্টির চোখে জল” ছবির মহরত অনুষ্ঠিত হবে।