পরীক্ষার খাতায় স্যার আজ আমার মন ভালো নেই লিখে ভাইরাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী!
ঐ ছাত্রী পরীক্ষার খাতায় স্যার আজ আমার মন ভালো নেই লিখে খাতা জমা দিছে কিনা তা যাচাই করা হচ্ছে। যদিও ঐ ছাত্রী বলছে তিনি একটা অতিরিক্ত খাতা বাসায় এনে লিখে নিজেই সিগনেচার দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়েছেন বিষয়টি এভাবে ভাইরাল হবে বুঝতে পারিনি তাই পরবর্তীতে ডিলিট করে দিয়েছেন।
এদিকে আজ আমার মন ভালো নেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার টাইমলাইনে! টপ অফ কানটি ইস্যু!
ইংরেজি বিভাগের ঐ শিক্ষাথীকে ইতিমধ্যেই বিশব্বিদ্যালয়ে ডেকে পাঠিয়েছেন কর্তৃপক্ষ।