পরীক্ষার হলে লাইভে আসা সেই ছাত্রলীগের নেতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদ্য বিলুপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মনির সম্পর্কে এবার নতুন খবর ভাইরাল, মনির হোসেন মনির মহিষ চুরির মামলার এজাহারভুক্ত আসামী যদিও এই মামলায় সে এখন জামিনে রয়েছে।
জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া থেকে ২০২০ সালের ১৬ জুন কৃষক নাসির উদ্দীনের দু’টি মহিষ চুরি হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একই বছরের ২৬ জুন একটি মামলা হয়। পরে পুলিশ কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের আজগার আলীর ছেলে সেলিমের বাড়ি থেকে একটি মহিষ উদ্ধার করে। পুলিশের হাতে গ্রেফতার হয় সেলিম। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানেই নাম আসে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের।