অবশেষে পদ ছাড়তেই হলো ইমরান খানকে। দিনবড় নানা নাটকীয়তার পর মধ্যেরানে স্পিকার ডেপুটি স্পিকার পদত্যাগ এবং অনাস্থা ভোটে পরাজয়ে পদ ছাড়তে বাদ্য হন সাবেক বিশ্বকাপ জয়ী এই ক্রিকেট অধিনায়ককে।জাতীয় পরিষদের ৩৪৭ জন সদস্যদের মধ্যে ইমরানের বিপক্ষে ছিলো ১৭৪ জন।
অনাস্থা ভোটে পরাজিত না হলে ২০২৩ সাল অবধি ক্ষমতায় থাকতেন, এখন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হলে তিনিও ২০২৩ সাল অবধি ক্ষমতায় থাকবেন।
পাকিস্তানের ইতিহাসে ইমরানই একমাত্র প্রধানমন্ত্রী যে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন।
২০১৮ সালের ৫ই জুলাই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসেন ইমরান খান এবং ১০ ই এপ্রিল অনাস্থা ভোটের পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান।