ডেস্ক নিউজঃ পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত।
আজ সোমবার (১৮ এপ্রিল) রাজধানী বনানীর গ্রান্ড বাফেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.শাহাবুদ্দিন চুপপু ও সাধারণ সম্পাদক সাবেক রেল সচিব মোঃ সেলিম রেজা’সহ বিভিন্ন রাজনিতীবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
অতিথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, র্যাব-৪ এর অধিনায়ক মোঃ মোজাম্মেল হক, বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ আব্দুল লতিফ, ইঞ্জিঃ আব্দুল ওয়াহাব, ইঞ্জিঃ ওসমান গণী প্রমুখ।
আমন্ত্রিত অতিথীদের অভ্যর্থনা জানান, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মো.মহিউদ্দিন ভূঁইয়া।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি বলেন, জেলার সকল স্তরের মানুষের অংশ গ্রহণে এই আয়োজন একে অপরের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক আরো দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।