ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় একই পরিবারের দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারহীগোবিন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির আবু তাহেরের পুত্রবধূ রিনা আক্তার (৩৬) শনিবার সকালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুর ১টার দিকে পুত্রবধূর লাশ বাড়িতে আনার সংবাদ শুনে শ্বশুর আবু তাহেরও (৮০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।