বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

পুষ্পার নায়ক অল্লু অর্জুন গ্রেপ্তার !

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

কয়েকদিন আগে, ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু হয়। ওই ঘটনায় ভারতের দক্ষিণী ছবির তারকা অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের সিনেদুনিয়ায় তোলপাড় তৈরি হয়েছে।

জানা যায়, ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা – ২’ ছবির প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে এক মহিলা অনুরাগী। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু। তবে শুক্রবার এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। তিনি গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ঠিক কী ঘটেছিল ওইদিন ?

হায়দরাবাদে ‘পুষ্পা – ২’ এর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তার ৯ বছরের ছেলেও গুরুতর জখম। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেই শুক্রবার গ্রেপ্তার আল্লু অর্জুন।

অন্যদিকে, মাত্র এক সপ্তাহেই ভারতীয় সিনেদুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙেচুরে নতুন মাইলস্টোন গড়েছে ‘পুষ্পা – ২’। বলিউড তো বটেই বহুল ব্যবসা করা চর্চিত দক্ষিণী ছবিগুলোকেও দৌড়ে পিছনে ফেলে দিল আল্লু অর্জুনের এই ছবিটি। আট দিনে বিশ্বের বক্স অফিসে ১১০৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আর ১০০ কোটি পেরলেই ‘কেজিএফ’ এবং ‘আরআরআর’ ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দেবে এই ছবি।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com