মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পূজামন্ডবের প্রস্তুতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
শুক্রবার(২৩ সেপ্টেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরী ও সদর থানা এলাকার বিভিন্ন পূজামন্ডবের প্রস্তুতি পরিদর্শন ও পূজা উদযাপন কমিটি ও হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ। সরকারের সম্প্রতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।