বুবলী শাকিবের বাসায় হাতেনাতে ধরেছেন পূজা চেরিকে। এরপরই শাকিব-বুবলীর ভালবাসায় ফাটল। এতে বেড়িয়ে আসে বিয়ে আর সন্তানের অজানা কথা। তবে সন্তান আর বিয়ের কথা অস্বীকার করেছেন শাকিব খান। বুবলী নাছোর বান্দা। তিনি জানিয়েছেন, বিয়ের ডকুমেন্টস রয়েছে হাতে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, শাকিবের সাথে বুবলীর উত্তরার বাসায় ২০১৯ বিয়ে হয়। গেলো বছর আমেরিকাতে বুবলির সন্তান হয়। সে সময় আমেরিকাতেই ছিলেন শাকিব খান। বুবলীর সন্তান জন্ম নেয়া আর চিকিৎসার বিষয়টি তদারকি করেছেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু সিনেমা পরিচালক হিমেল আশরাফ।