পেটের ক্ষুধা মেটাতে সদা গড়ে বালি চর।
(এস এম আনিছুর রহমান আলম।)
০৮/০৯/২২ইং
মালী কভু হয় না প্রভু
এই ধরারই বুকে,।
বোকাঁ সব খায় ধোঁকা
রাগ চোখে মুখে।
বুদ্ধিমানের ধৈর্য জ্ঞান
থাকে সদা বেশি ,
কৃপনের ধন খায় নারায়ণ
চিন্তা দিবানিশি।
অতিলোভী মহাপাপী
বিপদ নিত্য সাথী।
বেষ্যাদয় রূপ চর্চায় করে
মাতামাতি।
নিন্দুক হলো চরম বন্ধু
জীবন চলার পথে,
ধ্রুব তারা পথ দেখায় যেমন
আঁধার রাতে।
মিথ্যুক হলো বড় অসুখ
করোনা ভাইরাস।
মিথ্যা বাদীর চাপাবাজী
ঘটায় সর্বনাশ।
অলস হল ফুটো কলস
জল ভরে না তাতে
কর্ম ছেড়ে ঘুরেফিরে
নানা অজুহাতে।
শ্রমজীবী নহে অভাবী
থাকে মহা সুখে,
হিংসুটেগন সংকীর্ণ মন
মরে ধুঁকে ধুঁকে।
স্বার্থবাদী গঙ্গানদী
স্রোতে ভাঙ্গে পাড়।
পেটের ক্ষুধা মেটাতে সদা
গড়ে বালিচর।