ওয়েষ্ট ইন্ডিজ টি২০ ক্রিকেট দলের অধিনায়ক ও সারবিশ্বে ফ্যানচাইজি ক্রিকেট এর ফেরিওয়ালা অটোমেটিক চয়েজ,বিগ হিটার কাইরন পোলাড আন্তর্জাতিক ক্রিকেট হতে অবসরের ঘোষণা দিয়েছেন তবে ফ্যানচাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।
আজ ২০ শে এপ্রিল পোলাড নিজেই সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন। ওয়েষ্ট ইন্ডিজ টি২০ ক্রিকেট দলের অধিনায়ক দেশের হয়ে ১২৩ টি ওয়ানডে ও ১০১ টি টি২০ খেলেছেন। ৬১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছে ২৫ টি হেরেছেন ৩১টি।
২০০৭ সালে অভিষিক্ত এ বিগ হিটার ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ২০১২ সালে টি ২০ বিশ্বকাপও জিতেছেন।