প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশের মেয়েরা।
বাঘিনীদের এই দাপুটে জয়ে উল্লাসে মেতেছে পুরো বাংলাদেশ। পথেঘাটে, হাটে-বাজারে চলছে এই জয় উপভোগের আনন্দ আয়োজন।