নোয়াখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে নোয়াখালীতে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে জাতীয় মহিলা সংস্থা।
বুধবার সকালে জেলা শহরের জজকোর্ট এলাকায় জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জাতীয় মহিলা সংস্থা নোয়াখালীর চেয়ারম্যান রেনু চৌধুরী, সংস্থার জেলা কর্মকর্তা মো. নাঈম পারভেজ, আইটি প্রশিক্ষক আবদুর রহমান মানিক, সমন্বয়কারী মনির আহম্মদ ও সেলাই প্রশিক্ষক নাসরিন আক্তার অংশ নেন।পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।