আন্তর্জাতিক মিডিয়া ডেস্ক
রোববার রাতে কেবিনেট সচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই অন্যদিকে তার কিছুখন পরই দেশটির প্রেসিডেন্ট খান আলভি ঘোষণা দেন ইমরান খানই আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এনিয়ে চলছে সাধারণ মানুষের মাঝে সন্দেহ আসলে সত্যি কি? দেশটি যখন পাকিস্তান কাছেই কোন কিছুই অনুমান করা সম্ভব নয়!
পাকিস্তানই পৃথিবীর একমাত্র দেশ যেখানে আজ অবধি কোন প্রধানমন্ত্রী মেয়াদ পুর্ন করে বিদায় নিতে পারেনি! ইমরান খান কিভাবে পারবে?