ঘটনাটি ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রেমিকার সাথে দেখা করতে ৮;ই মে রাত দশটার দিকে হলে দেখা করতে যান ঐ যুবক কিন্তু গেটে তার গতিবিধি সন্দেহজনক হলে তল্লাসির এক পর্যায়ে সে ধরা পরে।
পরে স্থানীয়রা তার বোরকা ধরে টানাটানি ও মারধর করতে থাকলে পুলিশ ও বিশব্বিদ্যালয়ের প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাধ শেষে দুজনকেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় শুরুতে ঐ ছাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাধ করলে জানা যায় তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।