ঘটানাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কোনাবারি এলাকায়। জানা যায় জাহাঙ্গীর ও সাহিনা আক্তার দুজনেই পরকীয়ার লিপ্ত দুজনের আছে সংসার এবং ছেলেমেয়ে!
পোশাক কারখানায় কাজের সুত্র ধরে দুজনের কাছে আসা অতঃপর প্রেম পরোকিয়া আর গোপনে দেখা করতে গিয়ে যে কোন কারণে সাহিনা জাহাঙ্গীরের গোপনাঙ্গ কেটে দেয় জাহাঙ্গীর তার গলা ধরে ধাক্ক দিলে রুমের দেয়ালে মাথা লেগে সাথে সাথে মারা যান সাহিনা বলেছেন জাহাঙ্গীর।