মোকলেসুর রহমান মামুন(উল্লাপাড়া প্রতিনিধি)
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের মোঃ ফরিদুল ইসলাম ( ফরিদ) প্রায় ৫ – ৬ বছর ধরে চোখ,হাত, পায়ের সমস্যা নিয়ে ভুগছেন। বর্তমানে তার পরিবারের সম্ভব হচ্ছে না তাকে খাবার ও চিকিৎসা করার । অনেক দিন ধরে দিনে ১- ২ বার খেয়ে ও না খেয়ে দিন কাটাচ্ছেন ফরিদ। তাই কোন হ্দয় বান ব্যাক্তি যদি অসহায় ফরিদের পাশে দাড়াতেন তাহলে একটু উপকার হত তার।ফরিদের চার ভাই ও বাবা ও মা আছে। ফরিদের তিন ভাই ফরিদকে সে রকম ভাবে সহযোগিতা করে না। তার মা -বাবা বর্তমানে কোন রকম ভাবে দিন কাল কাটাচ্ছেন। তার মা-বাবা জানান, আমরা ছাড়া আমার পরিবারের পাশে কেউ নেই।
তাই দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন ফরিদ। ফরিদ জানান, যদি আমাকে একটু সহযোগিতা করতেন ও একটা প্রতিবন্ধি কার্ড করে দিতেন তাহলে আমি ভালো ভাবে দু মুঠু ভাত খেয়ে বেচে থাকতে পারতাম।
প্লিজ আমরা সবাই একটু সহযোগিতা করি পবিত্র রমজান মাসে উছিলায়। ফরিদের ব্যাক্তিগত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ 01705-243802।