ফেনির দাগনভুঁইয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে আত্নহত্যা করেছে অষ্টম শ্রেণির এক ছাত্রী।
আত্নহত্যার আগে এক চিরকুট লিখে গেছে মেয়েট তাতে লেখা আছে প্রিয় বাবা মা ভালো থেকো, আমি মরার পর আরও বেশি ভালো থাকবে! ভেবেছিলাম একমাত্র মেয়ে হয়ে আমি যা চাইবো তাই পাবো তা না তোমরা আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলে! তাই পৃথিবী হতে বিদায় নিলাম।
আমার জানাযায় ডেকো তাকে! এবং ছেলটির মোবাইল নং ও লিখে গেছে। ফেনি থানা পুলিশ জানিয়েছেন প্রেম ঘটিত জটিলতায় মেয়েটি আত্নহত্যা করেছে বলে জানা গেছে।