রাজশাহীঃ বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব।
তিনি জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেফতারের পর নগরীর শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।