বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে নীরব হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তার ছেলে। সে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
শনিবার দুপুর ১ টার সময় বাড়ীর ২য় তলায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে সে।
নীরবের মা নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ১টার দিকে বাড়িতে এসে দেখি নিরব সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাড়ির ভিতরে কেউ ছিলোনা।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, প্রাথমিকভাবে নিরবের মৃত্যু আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।