বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মোহাম্মাদ আলী হাসপাতাল মাঠে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ মেলার উদ্বোধন করেন।
দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিপণনের লক্ষ্যে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার যৌথ উদ্যোগে এ আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনায় আছে মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার সাধারণ সম্পাদক সামছুল আলম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত প্রমুখ।