বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ আব্দুল জব্বার (৫৫) এবং বগুড়া জেলার কাহালু থানার মোঃ আনিসার এর স্ত্রী মোছাঃ ফরিদা পারভীন (৩৫)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামে অভিযান পরিচালনা করে একটি নকল স্বর্ণের মূর্তিসহ তাদের আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া এর স্পেশাল কেম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিতো গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে ।