বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারনার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদর থানার সেউজগাড়ি এলাকার মৃত আঃ হাকিমের ছেলে মোঃ কোরবান আলী (৫৮), নামাজগড় টিনপট্টি এলাকার শ্রী অমল দত্তর ছেলে শ্রী উৎপল দত্ত (৪১) এবং শিবগঞ্জ থানার চাপাচি এলাকার মোঃ এনায়েত আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৭)।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব ক্যাম্প বগুড়া জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় তিন জন প্রতারক ধাতব মুদ্রা ও আংটি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাবের একটি আভিযানিক দল ০৬ জুন ২০২২ ইং তারিখ রাত ২০.০০ ঘটিকায় গুড়া জেলার সদর থানাধীন বিআরটিসি ট্রাক ডিপো এর গেইটের সামনে সাতমাথা হইতে তিনমাথাগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ কোরবান আলী (৫৮), মোঃ সাইদুল ইসলাম (৪৭), শ্রী উৎপল দত্ত (৪১), কে সাতটি ধাতব মুদ্রা, দুইটি ধাতব আংটি, মোবাইল ও টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া এর স্পেশাল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ধাতব মুদ্রা দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।