বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে মুদি দোকান সাময়িক সিলগালা ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১৫০ লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে বোতলের গায়ে ১৫৮ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়।
শনিবার (১৪ মে) দুপুরে বেশি দামে সয়াবিন বিক্রির অভিযোগে শহরের খান্দার রোডের মোস্তফা স্টোরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ব্যবসায়ী মোস্তফাকে অর্থদন্ড দেয়ার পাশাপাশি তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘শহরের খান্দার রোডের মোস্তফা স্টোরে পুরনো বোতলজাত সয়াবিন বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় ওই দোকানি ১০ হাজার টাকা অর্থদন্ড এবং সাময়িকভাবে তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়। সেখান থেকে ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে বোতলের গায়ে ১৫৮ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘বাজারে সয়াবিন তেলের অস্থিরতা কমাতে আমাদের অভিযানগুলো পরিচালিত হচ্ছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।