রাজধানীর বনানীতে হামলায় বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ খবর জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, শনিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতেই এই হামলা হয়েছে।
এ হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও আহত হয়েছেন উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
হামলায় শামা ওবায়েদ পিঠে ব্যথা পেয়েছেন এবং তাবিথ আউয়ালের সহকারী হাসান মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া আর ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন। আহতদের মধ্যে মহিলা দলের দুই নেত্রীও আছেন।
এদিকে, আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, আব্দুস সালামসহ বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতারা ইউনাইটেড হাসপাতালে তাবিথ আউয়ালকে দেখতে গিয়েছেন বলে দলীয় সূত্র জানা গেছে।