শেখ নুরুল আবছার নিসু,চট্রগ্রাম বিভাগীয় প্রধান।
বনায়নে জাতীয় পুরস্কার লাভ করলো মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা ফয়েজ উল্লাহ মাষ্টার বাড়ীর বন রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান মাসুম। ‘ঝ’ ক্যাাটাগরিতে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পেয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগ (বাঁকখালী রেঞ্জের কচ্ছপিয়া বিট)। রবিবার (২৪ জুলাই) ঢাকা আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তিকা মিলনায়তনে বন অধিদপ্তরের আয়োজিত জাতীয় বৃক্ষমেলা-২০২২ সমাপনি অনুষ্ঠানে বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ও সাবেক লোহাগাড়া উপজেলার পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সওরয়ার জাহান।