ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুর্গোৎসবের বিসর্জনের দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদপানে স্বপ্না বাওয়ালী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত স্বপ্না বাওয়ালী (১৬) উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবের বিসর্জনের দিনে স্বপ্না বাওয়ালী তার স্বজন ও বন্ধুদের সঙ্গে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ঘোরাঘুরি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসে। এরপর স্বপ্না অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা তার অসুস্থতার কারণ জানতে চাইলে স্বপ্না মদপানের কথা স্বীকার করে। পরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
চরভদ্রাসন থানার ওসি আব্দুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।