বলেছিলে ভালোবাসবে
সুখে দুঃখে পাশে থাকবে
হাত বাড়ালাম তাই,
সেই সম্পর্কে ভিত্তি করে
দিয়ে গেলাম জনম ভরে
যখন চেয়েছো যা’ই।
কিন্তু তোমার মুখেই মধু
অন্তর জুড়ে পঁচা কদু
মান রাখোনি প্রীতির,
সুযোগ পেলেই ধরো টুঁটি
শক্ত বলে তোমার খুঁটি
শুধু’ই বন্ধু বন্ধু জিকির!
বন্ধুত্বের ঐ সুযোগ নিয়ে
শত্রুর চেয়েও দাও বিঁধিয়ে
বিষে ভরা হুল!
বুঝতে পারছি প্রতিক্ষণে
ভাব করিয়া তোমার সনে
করে ছিলাম ভুল।
এই ভেবোনা ভুলে যাবো
তোমার দেয়া আঘাত,
আসবে সময় প্রতিশোধের
দিনের পরেই রাত।