বর্ষবরণ”
সাইফুল করিম….
সহযোগী অধ্যাপক
পটিয়া সরকারি কলেজ।।
অন্তরেতে নষ্ট পুরান,
বাইরে নতুন আশা,
বিষের বাঁশি লুকিয়ে মনে,
মুখে দারুন ভাষা-
প্রতি বারে এমন নতুন
বর্ষবরণ করে,
সান্তনাটা প্রাপ্তি শুধু
রঙিন পোশাক পরে।
নতুন আশায়,নতুন প্রাণে,
দীপ্ত-শুদ্ধ মনে-
ভাববো যখন, করব রে কাজ,
সকল নতুন ক্ষণে;
তবেই হবে নতুন বছর
নতুন আলোয় ভরা;
প্রাণের সুখে মুক্তমনের
ঘুঁচবে যত খরা।
______________________________
ব্যক্তি – সমাজ – রাষ্ট্র – বিশ্ব প্রেক্ষাপটে এবং সকল সামষ্টিক স্বার্থে ১৪২৯ বঙ্গাব্দ সকলের জন্য শুভ হোক।
শুভ নববর্ষ।