রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার বিকালে উপজেলা পরিষদের ছাতিম তলায় সাংস্কৃতিক সংগঠন বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের আয়োজনে নিজস্ব কার্যালয়ে ইউএনও মোঃ আক্তার হোসেন ও মিসেস ইউএনওকে সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের সম্পাদক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। সভাপতিত্ব করেন বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের পদাধিকার বলে সভাপতি মিসেস ইউএনও। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সহ-অধ্যাপক মনোরঞ্জন বৈদ্য, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, নাট্যকমী আশুতোষ হালদার, প্রশান্ত বিশ^াস, সুপর্ণা কর্মকার, ললিতা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।