শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

বাংলা সাহিত্যের আলোচিত কবি পাঞ্জাব বিশ্বাসের কবিতা- হিমালয় দেখেছি আমি

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

হিমালয় দেখেছি আমি

হিমালয়ের শরীর বেয়ে চুঁড়ায় উঠতে চেয়েছি শতাব্দীর পর শতাব্দী ধরে!
যেদিন চুঁড়ায় গিয়ে দাঁড়ালাম, দেখলাম;
সেখান থেকে পৃথিবীর সমতল মেঘময়!
চারদিকে কেবল ঘন কালো কুয়াচ্ছন্ন স্তব্ধতা।
ওখানে জিঘাংসার শব্দ নেই, বারুদের গন্ধ নেই, গারোদের কান্না নেই, কেবল দেখেছি অনন্তে অসীম আলিঙ্গন।
বুঝলাম, কতটা ক্ষুদ্র আমি, আমরা, আর এই বিস্তৃর্ণ দাম্ভিক লোকালয়।
হিমালয় বুক পেতে আছে বলেই ওখানে স্পর্শ করেনা বিধ্বংসী সাইক্লোন,
মহাপরাক্রমশালী সূর্যের দহন!
হিমালয়ের পাদদেশের বসতিরা যদি জানত, তার দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ এবং উচ্চতা,
শামুকের খোলসের ভেতরে লুকিয়ে রাখতো বুকের অহম!

হিমালয় দেখেছি আমি!
সাগরের গর্জন শুনে ভেবেছিলাম, জগৎ সংসার সাগরময়!
যখন শুনেছিলাম মেঘের সাথে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ তৈরি হয়, ভয়ঙ্কর ঝলসে উঠে পৃথিবী,
শব্দের হুংকারে কেঁপে উঠে হৃদপিণ্ডের নির্জনতা,
তখন ভেবেছিলাম, এইতো বড়ো!
হিমালয়ের চুঁড়ায় উঠে বুঝলাম, সবাই চঞ্চল অস্থির,
কেবল বুকের অসীমতায় স্থির অচঞ্চল সে।

হিমালয় দেখেছি আমি!
তাইতো নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখি জিঘাংসার বেসরম তান্ডব!
পৃথিবীতে দেখেছি অনেক ভূকম্পন,
দেখেছি বারুদের আস্ফালন,
দেখেছি হিমালয়ের পাদপিঠের বসতি চুঁচোর গন্ধরা কেমন করে নৃত্য করে,
দেখিছি অর্বাচীন মানবেরা কেমন করে সাবল মারে হিমালয়ের গায়,
স্মিত হেসে অচঞ্চল স্থির দাঁড়িয়ে আছে অনন্ত কাল পৃথিবীর হিমালয়!
বুঝলাম, বড়’রা এমনই হয়!

হিমালয় দেখেছি আমি।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com