এবার ফাঁস হলো হিরো আলমের কলকাতা যাওয়ার কাহিনি! যাওয়ার আগে মিডিয়ার হাজারো অনুরোধ সত্বেও হিরো আলম বলেননি কেন তিনি কলকাতা যাচ্ছেন।
আসল কথা হলো কলকাতার ভাইরাল বাদাম কাকু ভুবন বাদ্যকরের সাথে ডুয়েট গান করতে কলকাতায় হিরো আলম।
গানের নাম “হাউ ফানি” গানটি লিখেছেন এফ এম প্রিতম, সংগীত পরিচালনা অজিত শাহীন।