জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে সকাল গড়ানোর পর থেকেই নয়াপল্টন ঘিরে নেতাকর্মীদের ঢল নামবে বলে ধারণা করছেন মহানগর বিএনপির নেতারা।