কেন এমন হয় বারংবার
© বিমল কৃষ্ণ বিশ্বাস
অতীতের পাতায় থরে থরে সুবিন্যস্ত
স্মৃতি গুলো যদি এমন হতো — বার বার
নীপশাখে পিকের সুমধুর গানে পরিব্যাপ্ত
ফাগের আগুনে জ্বলছে হৃদয়পুর, আর
কৃষ্ণচূড়ায় রঞ্জিত করে রেখেছে আদিগন্ত
তবে ভাসাতাম তরী উল্লাসে উচ্ছ্বাসে দুর্বার!
কুঞ্চিত শীর্ণকায় বাসনাগুলো হতো জীবন্ত!
কিন্তু হায়!
স্মৃতি সতত সুখের নয়!
হৃদয়ে অনি-বার রক্তক্ষরণ ঘটায়!
ভেসে যায় অন্দরমহল শোকের বন্যায়!
এ স্মৃতি যে অহর্নিশ ভাঙে! নিত্য পোড়ায়!
ঊর্মিল প্রেমসাগরে ওঠে নিত্য ঝড়!তুফান!
কামনা বাসনায় বালুচর! চৈতী খরার দহন!
কাটে বীতনিদ্র নিশীথিনী!
পাঁজর ভাঙে বেদনার পাষাণ
ঊষসীর উদরে জন্মায় না ভৈরবী পূষণ ——-
অন্তঃপুরে নয়নে হাহাকার! তিমিরাবরণ!
নিরন্তর দুশ্চিন্তা দুর্ভাবনায় করে দূষণ!
হৃদয়ে ফল্গুধারায় নিত্য ঝরায় নয়ন!
সান্ত্বনার প্রলেপ,তবু্ও নিত্য করে উৎপীড়ন ——-!
১) নীপশাখে =কদমের ডালে
২) পিক=কোকিল
৩)বীতনিদ্র =নির্ঘুম /ঘুমহীন
৪) পূষণ = সূর্য
রচনাঃ বৃহস্পতিবার রাত্রি ১১-৩০ টা,
১১ ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ,
২৬ শে মে, ২০২২ ইংরেজি,
মাইকেল নগর, কোলকাতা -৭০০১৩৩ ।