হযরত মোহাম্মদ মোস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
জানাই লাখ দরুদ ও সালাম ।
আরবের মরু প্রান্তরে
পিতা আব্দুল্লাহর ঔরসে
মাতা আমিনার কোলে
এসেছিলে দুনিয়া আলোকিত করে।
দোজাহানের দিনের নবী
সাইয়েদিন মুরসালিন
রহমতুল্লাহ আলামিন।
বিশ্বে লক্ষ কোটি আছে মানব
কিন্তু মোহাম্মদ (সঃ)-
সকল মানবের শ্রেষ্ঠ মানব-মহামানব।
সকল নবীর শ্রেষ্ঠ নবী
তিনিই তো মহানবী – বিশ্বনবী ।
সকল পিিতার শ্রেষ্ঠ পিতা
সকল স্বামীর শ্রেষ্ঠ স্বামী
তিনিই তো আমাদের বিশ্বনবী।
তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক,
মুসলিম জাহান ও মানবজাতির পথগ্রদর্শক।
আল্লাহর নবী- রাসুল অনেক জন
কিন্তু বিশ্বনবী তিনি তো একজন।
তিনি ছিলেন মহাবীর
শ্রেষ্ঠ সেবক শ্রেষ্ঠ মুসাফির।
তাঁর আচার আচরণে ছিল সদ্ব্যবহার- শিষ্টাচার,
মেনে নেয়নি কোন অন্যায় অনাচার।
দোজাহানের দ্বীনের নবী-
কুরে ঘর যাঁর ঠিকানা,
অতি সাধারণ ছিল জীবন যাপন
খেজুর পাতা ছিল তাঁর বিছানা।