আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ হলো- ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, সান মারিনো, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মালদ্বীপ ও মাল্টা। ফোর্বস ইন্ডিয়া আয়তনে ছোট দেশগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।
১. ভ্যাটিকান সিটি
ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছে ০.৪৪ বর্গকিলোমিটার অর্থাৎ ১১০ একর আয়তনের দেশ ভ্যাটিকান সিটি।
২. মোনাকো
দ্বিতীয় ছোট দেশ মোনাকো। এর আয়তন ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।
৩. নাউরু
ছোট দেশের তালিকায় তৃতীয় নাউরু। দেশটির আয়তন ২১ বর্গকিলোমিটার।
৪. টুভালু
২৬ বর্গকিলোমিটার আয়তনের দেশ টুভালুর অবস্থান চতুর্থ।
৫. সান মারিনো
বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় পঞ্চমে সান মারিনো, যার আয়তন ৬১ বর্গকিলোমিটার।
৬. লিচেনস্টাইন
লিচেনস্টাইনের আয়তন ১৬০ বর্গকিলোমিটার। এটি ফোর্বস প্রকাশিত তালিকায় ষষ্ঠ ছোট দেশ।
৭. মার্শাল দ্বীপপুঞ্জ
সপ্তমে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটির আয়তন ১৮১ বর্গকিলোমিটার।
৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
২৬১ বর্গকিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটি বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অষ্টম।
৯. মালদ্বীপ
আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে একটি হলো মালদ্বীপ; যার অবস্থান এ তালিকার নবমে। দেশটির আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।
১০. মাল্টা
বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে দশম অবস্থানে মাল্টা। এ দেশের আয়তন ৩১৬ বর্গকিলোমিটার।