বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশ, কোনটার আয়তন কত?

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ হলো- ভ্যাটিকান সিটি, মোনাকো, নাউরু, টুভালু, সান মারিনো, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মালদ্বীপ ও মাল্টা। ফোর্বস ইন্ডিয়া আয়তনে ছোট দেশগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

১. ভ্যাটিকান সিটি

ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছে ০.৪৪ বর্গকিলোমিটার অর্থাৎ ১১০ একর আয়তনের দেশ ভ্যাটিকান সিটি।

২. মোনাকো

দ্বিতীয় ছোট দেশ মোনাকো। এর আয়তন ১ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।

৩. নাউরু

ছোট দেশের তালিকায় তৃতীয় নাউরু। দেশটির আয়তন ২১ বর্গকিলোমিটার।

৪. টুভালু

২৬ বর্গকিলোমিটার আয়তনের দেশ টুভালুর অবস্থান চতুর্থ।

৫. সান মারিনো

বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় পঞ্চমে সান মারিনো, যার আয়তন ৬১ বর্গকিলোমিটার।

৬. লিচেনস্টাইন

লিচেনস্টাইনের আয়তন ১৬০ বর্গকিলোমিটার। এটি ফোর্বস প্রকাশিত তালিকায় ষষ্ঠ ছোট দেশ।

৭. মার্শাল দ্বীপপুঞ্জ

সপ্তমে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটির আয়তন ১৮১ বর্গকিলোমিটার।

৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

২৬১ বর্গকিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটি বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অষ্টম।

৯. মালদ্বীপ

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে একটি হলো মালদ্বীপ; যার অবস্থান এ তালিকার নবমে। দেশটির আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।

১০. মাল্টা

বিশ্বের সবচেয়ে ছোট ১০ দেশের মধ্যে দশম অবস্থানে মাল্টা। এ দেশের আয়তন ৩১৬ বর্গকিলোমিটার।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com