যুক্তরাষ্ট্র থেকে রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে বিশ্রাম নিয়েছেন। বিকেলে বসেছেন বৈঠকে। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকটি হচ্ছে পাপনের গুলশানের বাসভবনে।
সাকিব-পাপনের বৈঠকের ইস্যুটি গত দুইদিন ধরেই সংবাদমাধ্যমে আলোচিত খবর। তবে কখন, কোথায় হবে এই বৈঠক তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেছে, আজ তিনটার পর গুলশানে বৈঠকে বসেছেন সাকিব আর পাপন। সেখানে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন।