বেশ্যার পায়ের নূপুর
ক্যাকটাসের অরণ্যে যার বাস,
তাকে কাঁটার ভয় কেনো দেখাস?
সে তো জন্মেছে অবাধ্য দাবানলের ভেতরে!
যেখানে সুখ আর অসুখ বাস করে গলাগলি ধরে!
সে বড়ো হয়েছে কালনাগের সুরম্য নগরে,
শুচি হয়েছে বিষের নহরে স্নান করে!
যেখানে রাত-দুপুরে সূর্য উঠে, ভোর হয়;
তাকেই দেখাস আগুনের-সাথে সাপের ভয়?
ভয় দেখিয়ে ভালবাসা চাস?
তবেই হয়েছে সর্বনাশ!
সে ভালবাসে স্বদেশী কুকুর,
সে ভালবাসে বেশ্যার পায়ের নূপুর!