ফিরোজ উদ্দিন বাদলঃ শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের প্রেক্ষিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক নূতন দিগন্ত সূচিত হয়েছে। এতে দুপক্ষেরই লাভ হয়েছে। হয়তো কারো কম- কারো বেশি।
বৈশ্বিক সংকট মোকাবেলায় ভারত থেকে খাদ্য ও জ্বালানি আমদানির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের দক্ষিন- পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহে পণ্য পরিবহনে দীর্ঘদিন ঝুলে থাকা ট্রানজিট সুবিধা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত।
তিস্তার পানি চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। যা অচিরেই সমাধান হবে মর্মে আশাবাদী দু দেশের সরকার ও কুটনৈতিক মহল। কেননা, ঐতিহাসিক গঙ্গা চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান এ সরকারের আমলেই হয়েছে। আন্তর্জাতিক আদালতে যেয়ে সমুদ্রসীমার ন্যায্য হিস্যা আদায় করতেও পিছপা হয়নি শেখ হাসিনার সরকার।
চীন ও ভারতের সাথে সমান্তরাল সুসম্পর্ক বজায় রেখে বৈশ্বিক সংকট মোকাবেলা এবং উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রটি।
পাদটীকাঃ প্রকাশ্য আলোচনায় আসুক বা না আসুক, বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় দু দেশের রাজনৈতিক ইস্যু স্থান পাওয়া অস্বাভাবিক নয়। ভারত- বাংলাদেশ সম্পর্ক গত ১৩ বছরে অন্য সকল সময়ের চাইতে অনেকবেশি সৌহার্দপূর্ণ এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসের জায়গায় রয়েছে।
ফিরোজ উদ্দিন বাদল- লেখক, কবিও রাজনৈতিক বিশ্লেষক।