এনআরবি গ্লোভাল ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ভারতের পশ্চিম বঙ্গে ভারতীয় অর্থ সংক্রান্ত গোয়েন্দা সংস্থার হাতে বউ ও ভাই সহ আটক হয়েছেন বহুল আলোচিত পিকে হালদার।
তাকে কি এখন দেশে এনে আইনের আওতায় আনা হবে এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন হা আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি তাকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার কিন্তু কিছু নিয়ম আছে যেহেতু ভারতীয় পুলিশ তাকে আটক করেছে কাছেই ঐ দেশে প্রাথমিকভাবে তার জিগ্যেসাবাদ চলবে এবং ঐ সকল তথ্যের সত্যতা নিশ্চিত করে তাকে যত দ্রুত সম্ভব দেশে নিয়ে আসা হবে।