একটিমাত্র ভুল মানুষের জীবনটাকে তাসের ঘর বানিয়ে দেয়। সারাটি জীবনের কান্না যেন থামে না।যেমনটি দেখেছিলাম মিডিয়া শিল্পী সাদিয়া জাহান প্রভাকে, আবার দেখেছিলাম মেধাবী,সাহসী,চতূর-কলা-কৌশলী মিতু হত্যাকারী পুলিশের এএসপি বাবুল আক্তারকে। যে নাকি রীতিমতো বৌয়ের মৃত্যু নিয়ে কান্নার রোল বসিয়েছিলেন, কিন্তু আসলে তা ছিল অভিনয়,এবং সর্বশেষ এডিসি গোলাম সাকলায়েন।আসলে মানুষ যে কখন কিভাবে তার জীবন থেকে ছিঁটকে পড়ে যায় তা বলার বা দেখারও সময় থাকেনা! আসলে ভুল কাজগুলো যার মাধ্যমে করা হচ্ছে তা যিনি করছেন তিনি তা কখনোই উপলব্ধি করছেন না বিধায় খেসারতের মাধ্যমেই(।! ) সহ প্রমান পেতে চলেছেন।
মানুষের জীবনে ভুল হয় এবং হবেই এমনকি হতেই থাকবে।কিন্তু এমনকি কিছু ভুল জেনেশুনে নিজের ক্যারিয়ারের দিকে লক্ষ্য না রেখেই আবেগের বসবতী হয়ে যদি করা হয় তার জন্যে চরম খেসারত দেওয়া লাগেই। আর একটা কথা এ সমাজে প্রচলিত আছে যে,অতিরিক্ত কোনকিছুই সুখকর নহে। It is important to have a level of everything,otherwise life becomes dark due to being excessive.সকলকে এ সত্য গুলো উপলব্ধি করিতে হইবে।তা-নাহলে ভয়ানক পরিস্থিতির স্বীকার নিশ্চিত এবং অবধারিত।
আর একটি কথা, পরিমনির মতো মেয়েরা কিন্তু রহস্যময়ী জীবনের গন্ডি পার হতে ক্ষমতাশালী ব্যক্তিদেরকেই টার্গেট করে থাকে।নিজের সবকিছুকে উজাড় করে দিয়ে নিজেকে ক্ষমতাশালী ভাবতে থাকে। এ সমাজের বহু মানুষই ক্ষমতাশালীদের নাম ব্যবহার করতে নিজের সর্বোচ্ছ চেষ্টাটুকুন করতে থাকেন, এতে কেউ স্বার্থক হয় কেউবা ব্যর্থতার দায় নিয়ে জীবনের লাইন থেকে বিচ্যূতি ঘটে।জানি না হয়তোবা এডিসি মহোদয়ের ললাটে কি আছে সময়ই বলে দিবে।পরিশেষে,এপিজে আব্দুল কালামের উক্তি ছিল,মানুষ মাত্রই ভুল, ভুল করা মানুষেরই স্বভাব কিন্তু সত্যিকারের মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং ভুল শুধরিয়ে এগিয়ে যায়।এটুকু জেনে রাখা ভাল এই যে,নিজের অবস্থানের বিচ্যুতি হবে এমন কাজগুলো করার আগে অন্তত: বার বার ভেবে দেখার প্রয়োজন আছে।আবেগের তাড়নায় যেকোন
কাজ করলে ভুলের সম্ভাবনা বেশী থাকে।তাই ধীরে স্থিরে স্বজ্ঞানে অগ্রসর হলে ভুলের সম্ভাবনা থাকার কথা নয়।
শেখ নুরুল আবছার,
জোরারগন্জ, মীরসরাই,
চট্রগ্রাম।