কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৫ বোতল ফেনসিডিল, ৭ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় এলাকায় অভিযান চালিয়ে শামিম মন্ডল (২২) ও তার স্ত্রী মুক্তা বেগমকে (১৯) আটক করা হয়। আটক শামীম উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের হাটের কুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল দক্ষিণ শিংঝাড় গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শামিম মন্ডল ও তার স্ত্রী মুক্তা বেগমকে ০৫ বোতল ফেনসিডিল, ৭ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
রোববার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়। মামলা নং ১০। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।