মনোয়ার হোসেন মারুফ, নিজস্ব সংবাদদাতাঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় দি রেসকিউ টিমের অভিযানে সংগৃহিত পাখি শিকারী অসাধু ব্যবসায়ীদের খাঁচায় বন্দী ১২টি টিয়া পাখি অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। আজ শুক্রবার বিকেল অনুমান ৫ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়। এর আগে মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর থেকে পাখিগুলো রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এসময় ভেড়ামারা প্রেসক্লাবের ধর্মীয় ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, তরুণ ও উদীয়মান সাংবাদিক রোহান উজ্জামানসহ রেসকিউ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভেড়ামারা উপজেলায় এই রেসকিউ টিমের সদস্যরা গত এক বছরে মোট ১৮৭ টি পাখির বন্দীদশা ঘুচাতে সক্ষম হয়। নিয়মিতভাবে বনের পাখিকে শিকারীদের কবল থেকে মুক্ত করে এনে এলাকার প্রকৃতি ও পাখি প্রেমি মানুষজনের কাছে বাহ্ববা কুড়িয়েছে সংগঠনটি। সেই সাথে এ বিষয়ে আন্তরিক সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতা যুগিয়ে যাওয়ার জন্য ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের অবদানও বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।