নুরুল আবছার, নিজস্ব প্রতিবেদক
এলিয়নের পা মঙ্গল গ্রহে,সোশ্যাল মিডিয়ায় তোলপড় নাসা’র ছবি নিয়ে।
মঙ্গল গ্রহে ভিন্ন প্রাণীর পায়ের ছাপ,সেই ছবি নিয়ে কয়েকদিন আগে নাসা ভূপষ্ঠের লাল গ্রহের একটি ছবি প্রকাশ করে পৃথিবী ঝুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন।সেই ছবি দেখে এলিয়নের কৌতুহলের নেটিজনরা প্রশ্ন তুললেন।সেই সাথে ছবিটি দেখে তারা উচ্ছসিত,ইতিপূর্বে ছবিটি সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল।কিন্তু হঠাৎ মঙ্গলে এলিয়নের ছবি দেখে মনে পড়ল কেন নেটিজনদের!!
আসল কথা হল,এলিয়নের গন্ধ পেলে মানুষের মন যেন কেমন করে?