শেখ নুরুল আবছার নিসু- ব্যূরো চিপ চট্রগ্রাম বিভাগ: বিশ্বব্যাপী ভয়াবহ করোনা মহামারীতে সারা পৃথিবী যেখানে নিস্তব্ধ,যেখানে মানুষের মানসিকতা অবধি স্তব্ধ,প্রতিটি নি:শ্বাসে কষ্টময়ী জ্বালার ভাব-যন্ত্রণায় কাতর, সেখানে আমাদের দেশের মত দরিদ্রতম একটি দেশে কে কতটুকুন ভাল থাকতে পারেন একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে অবশ্যই প্রতীয়মান হয় যে, দেশের ৩০% জনগন ব্যতীত বাকী ৭০% জনগন যে ভাল নেই একথা নির্দ্ধিধায় বলা যায়।
আমি এ মুহুর্তে ধনকুবেরদের কথা নাইবা বললাম, আমি বলতে চাই এ দেশের ৭০% জনগনের নীরব কান্নার কথা, বলতে চাই এদেশের মধ্যবিত্ত-নিম্ন-মধ্যবিত্তের হৃদয়ের আকূতির কথা, যারা হয়তোবা এদেশের গরীব জনগনের মত কখনো ভিক্ষাবৃত্তি করতে পারেন্না, নীরবে নিভৃতে যাঁদের চোখ থেকে অশ্রু নির্গত হয় অগোচরে, যিনারা একবেলা, দুবেলা না খেলে ও হয়তোবা কাউকে বলতে পারছেন না বা বলার মত সেরকম কোন ব্যক্তিকে পাচ্ছেন না।আমি তাদের হৃদয়ের কথা বলার চেষ্টা করছি মাত্র।
জানি, এদেশে আমাদের মত লোকদের হ্রত্বিক ভাবনার কথা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন্না ঠিকই কিন্তু আপনার প্রতিবেশীর কথা অন্তত:একবার ভাবুনতো, যারা বেসরকারি চাকুরীজীবি এ মহামারীতে চাকুরীচ্যূত হয়েছেন, নীরবে দূর্ভিক্ষের মত কিছু মানুষের পরিস্থিতি হয়েছে যা ভয়ানক, অনেকেই পরিস্থিতি সামাল দিতে না পেরে শহর থেকে গ্রামে শিফট হতে দেখা গেছে, যা অনেক সময় স্যাটেলাইট টিভিতেও দৃশ্যত হয়েছিল।
আমাদের দেশে যারা সরকারী চাকুরীজীবি তারা এ মহামারীতে কাজ না করেও ঠিকই বেতন ভোগ করতেছেন অন্যদিকে অনেক বেসরকারী চাকুরীজীবিদের চাকুরীও চলে গেছে তাদের কি উপায় হবে একবার কেউ ভেবে দেখেছেন? এটুকুনই বলবো প্লিজ একটু নজর দিন আমাদের মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত যারা হাত পাত্তে জানে না তাদেরকে নীরবে সহায়তা করুন নতুবা তাদের জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে তাদের সুন্দর এবং স্বচ্ছলভাবে দিনাতিপাত করার সুযোগ করে দিতে পারলে আজীবন স্মরণযোগ্য হয়ে থাকবেন।