তিনি উচ্চ কন্ঠে বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে বিধায় সরকার আবুল-তাবুল কথা বলছে।খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী’র কটুক্তি করেছেন বলে প্রতিবাদ মশাল মিছিল করছেন।সরকারের সময় শেষ,তাই দেওলিয়াত্ব ভাষার বহি:প্রকাশ প্রকাশ্যে এসে গেছে।শিষ্টাচার বহির্ভূত কথোপকথন একমাত্র অযোগ্যরাই বলতে পারেন বলে দাবি করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভী।বিএনপির সকলকে প্রকাশ্যে এসে রাজনীতি চর্চার অনুরোধ করেন।