বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
১৩৮
বার পড়া হয়েছে
মানুষ নয় যেন মশার নগরী ঢাকা! নিচতলা থেকে শুরু করে ২০ তলা অবধি মশা আর মশা। নগরীর মানুষেরা মশার জ্বালায় অতিষ্ঠ। অতি তারাতাড়ি তারা মশার হাত থেকে বাঁচতে চেয়ে দুই মেয়রের কাছে আবেদন করেছে।
মেয়রদ্বয় সহসাই মশা ধমনের আশ্বাস ও দিয়েছেন এখন অপেক্ষার পালা!