শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো প্রধান, চট্রগ্রাম বিভাগ,বঙ্গবাজার পত্রিকা,(পোর্টাল)।
সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নি দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে আহতদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্তিগত,রুমানা,শারমিন, লিপি,ও পারভিনের উদ্যোগে ত্রাণ বিতরন ও ঔষধ প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি রুমানা নাসরিন, সাংগঠনিক সম্পাদিকা রেজোয়ানা সারমিন, সদস্য লিপি দেওয়ানজী ও সদস্য পারভিন আকতার।
তারা বলেন আমাদের নেত্রী গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা আমাদের মানবিক কাজে যুক্ত থাকতে নির্দেশ দিয়েছেন।আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে চেষ্টা করছি।সীতাকুণ্ড ট্রাজেডিতে মৃত্যুবরণকারী সকল পরিবারের নিকট সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই।যারা চিকিৎসাধীন আছেন আমরা তাদের পাশে আছি
এবং থাকব।