বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যরাতে জনপ্রিয় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা গুরুত্বপূর্ণ সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা ড. ইউনূসের ২৬ সালে ঢাকায় ইলেকট্রিক বাস নামাতে চায় সরকার বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি হাসিনাসহ ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে: আইন উপদেষ্টা থাইল্যান্ডে ইউনূস-মোদি সাক্ষাতের সম্ভাবনা সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে ৫০ হাজার জরিমানা এখন আদানির বিদ্যুতের পুরো সরবরাহ চাইছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় আয়ারল্যান্ড
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

মাছ সবজিতে বাজার ভরা, দামে মিলছে না স্বস্তি

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

শেখ নুরুল আবছার,নিজস্ব প্রতিবেদক 

নতুন করে দাম না বাড়লেও নগরীর বাজারগুলোতে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে শাক সবজি ও মাছ। সবজি-মাছের পাশাপাশি ডিম, তেল, চিনিসহ নিত্যপণ্যের দামে নাকাল হতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
শুক্রবার,  (০৮ এপ্রিল) নগরীর রিয়জদ্দিন বাজার,  কাজিরদেউড়ি কাঁচাবাজার বক্সির,হাট কাঁচাবাজার  আড়ৎ ও পাইকারি দোকান ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারের বিক্রেতারা বলেন, পাইকারি বাজার থেকেই এসব সবজি ও মাছ কিনতে হচ্ছে বেশি দামে। যার ফলে খুচরা বাজারে চড়া দামে বিক্রি করতে হচ্ছে। খুব দ্রুত দাম কমার সম্ভাবনাও নেই। তবে  ঘুরে এ চিত্র দেখা বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন দাম বেড়েই চলেছে তার কোনো সদুত্তরও নেই তাদের কাছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বড় রুই ৩০০-৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০-২৮০ টাকা, কাতল ২৫০-৩০০ টাকা, বড় পাঙ্গাশ ২০০-২৫০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা ও শিং ৪৫০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি, বড় ইলিশ যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, গোলআলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুরলতি, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের সবজির বাজার আগের মতোই চড়া। ৫০-৭০ টাকা কেজির নিচে নেই কোনো সবজি।
মাংসের বাজারে  দেখা যায়, আগের মতোই ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা, লেয়ার মুরগি ২৩০-২৭০ টাকা, এবং সোনালি মুরগি ২৫০-২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস হাড়সহ ৬৫০ টাকা, হাড় ছাড়া ৭৫০ টাকা ও খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com