নুরুল আবছার নিসুঃ
১৭ ই এপ্রিল সন্ধায় কক্সবাজার সরকারি কলেজের সামনের রাস্তায় চলমান উন্নয়ন কাজ চলাকালে হঠাৎ মাটির নিচে আগুনের ফুলকি দেখা পাওয়া যায় এ ঘটনায় এলাকায় তোলপাড় পড়ে যায় উৎচছুক জনতা ভির করে মাটির নিচে আগুন দেখতে।
সাধারণ মানুষ ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে থাকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ঘটনাটি।
প্রায় ঘন্টা খানিক আগুন উদগীরণের পর ফায়ার সার্ভস এর লোকজন এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন নেভালেও গভীর রাত অবধি ধোঁয়া বের হতে থাকে।
যে জায়গায় আগুন লাগে মুলত সেখানে ডাস্টবিন হিসেবে ব্যাবহার করত স্থানীয় ব্যাবসায়িরা ফায়ার সার্ভিস কর্মীদের ধারনা যে কোনভাবে মাটির ফাটল দিয়ে কোন দাহ্য পদার্থের মাধ্যমে আগুন লাগে যা পলিথিন বা অন্য কোন দাহ্য পদার্থের মাধ্যমে দীর্ঘ সময় জ্বলেছিল।তবে স্থানীয়রা এটাকে অলৌকিক ঘটনা বলছেন।